জানা অজানা মজার তথ্য - ১৭তম পর্ব

জানা অজানা May 15, 2017 1,417
জানা অজানা মজার তথ্য - ১৭তম পর্ব

1) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।


2) আপেল খেতে যতই স্বাদ লাগুক, আপেলের ৮৪ ভাগই জল।


3) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী।


4) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।


5) এক ঘণ্টা চুইংগাম চাবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয়।


6) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।


7) চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার দিতে পারে।


8) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।


9) জলের হাতি বা জলহস্তি জলের নিচে ৩০ মিনিট দম বন্ধ করে থাকতে পারে।


10) যখন চাঁদ সরাসরি মাথার উপর, তখন আপনার ওজন সবচেয়ে কম।


11) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।


12) তোমার মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!


13) এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব!


14) পিঁপড়ার ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।


15) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।