জেলেদের জালে ধরা পড়া মাছের গায়ে ‘উল্কি’

সাধারন অন্যরকম খবর May 14, 2017 1,118
জেলেদের জালে ধরা পড়া মাছের গায়ে ‘উল্কি’

ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপের কাছে জেলেরা মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে ধরা পড়ল আজব এক মাছ। মাছটির শরীরে আঁকা ছিল বিভিন্ন ধরনের অদ্ভুত ‘উল্কি’।


মাছটির ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। কীভাবে মাছটির শরীরে ‘উল্কি’ এলো, কিসের ইঙ্গিত সেটি নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা।


সংবাদমাধ্যম জিএমএ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, ‘মাছটির গায়ে এই নকশা কীভাবে এলো তা কেউ জানে না। তবে আমাদের সাগরে অজানা কিছু একটা হচ্ছে।’


কেউ কেউ আবার বলেছেন, সাগরে জমে থাকা প্লাস্টিকের আবর্জনা থেকেই ওই নকশা মাছটির শরীরে এসেছে।


মিসিং গ্যালাকটিকা ফ্রিডম নামে একটি ওয়েবসাইটে বলা হয়, ‘এই মাছটির শরীরে কীভাবে বিভিন্ন চিহ্ন, অক্ষর, নম্বর এলো তা একটা রহস্য। কিন্তু এমনও হতে পারে যে মানবজাতিকে কোনো বার্তা দেওয়ার জন্য অতিপ্রাকৃত কিছু মাছটি পাঠিয়েছে।’


অদ্ভুত এই মাছটিকে জড়ানো হয়েছে ভীনগ্রহের প্রাণীদের সঙ্গেও। ইউএফও সাইটিংস ডেইলি নামে একটি ওয়েবসাইটের সম্পাদক স্কট সি ওয়ারনিংয়ের ধারণা এমনটাই। তিনি বলেন, মাছটি হয়তো ভিনগ্রহের। সেটি এই গ্রহের সমজাতীয় প্রাণীর সঙ্গে মিলিত হতে চেয়েছিল।




‘মাছটির শরীরের ১০০ ভাগ অংশে উল্কি ছিল, যা বুদ্ধিমত্তার নিদর্শন। সাধারণ প্রাণীদের এমনটা থাকে না।’


স্কট আরো বলেন, ‘যদি এটি একটি ভিনগ্রহী মাছ হয়, তাহলে সেটির প্রথম মানুষ দর্শন ভালোভাবে হলো না।’