অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার মেজাজ খুবই খারাপ। তিনি অফিসে ঢুকেই দেখলেন পিয়নটা হাতে কিছু কাগজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
কর্মকর্তা : এই, কাজের কাজ তো কিছুই করিস না। তোর হাতে কী?
পিয়ন : স্যার, একটা চিঠি।
কর্মকর্তা : কোন ছাগলের চিঠি?
পিয়ন : স্যার আপনার।
কর্মকর্তা : কোন গাধা লিখেছে?
পিয়ন : স্যার, আপনার বাবা!