পবিত্র রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল

ইসলামিক সংবাদ May 13, 2017 1,747
পবিত্র রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল

পবিত্র রমজান মাসকে সামনে রেখে পাকিস্তান সিনেটের স্থায়ী কমিটির সদস্যগণ রমজানে প্রকাশ্যে ধুমপান ও সিনেমা হল চালু রাখার বিরুদ্ধে ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ অনুমোদন দিয়েছে। নতুন আইন অনুযায়ী রমজানে প্রকাশ্যে ধুমপান করলে তিন মাস জেল ও পঁচিশ হাজার রুপি জরিমানা করা হবে। রমজান মাসে সিনেমা হল চালু রাখলে এবং গণমাধ্যম রমজানের পবিত্রতা নষ্ট করলে পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।


সিনেটের ধর্ম বিষয়ক স্থায়ী কমিটি বৈঠকে উক্ত আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠকের শুরুতে সিনেট সদস্য চৌধুরি তানভির ‘রমজানের সম্মান রক্ষা সম্পূরক আইন ২০১’ উহ্থাপন করেন। আইন সিনেটে সর্বসম্মতিক্রমে পাশ হয়।


কমিটি রমজানে প্রকাশ্যে ধুমপানের শাস্তি ৫০০ রুপি জরিমানা থেকে ২৫ হাজার রুপিতে উন্নীত করেন। তবে সিনেমা হলের ব্যাপারে প্রস্তাব করা হয় তা যেনো সকাল ও বিকেলে তিন ঘণ্টা করে খোলা রাখার অনুমতি দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেন।