সহানুভূতিশীল আচরণে হন 'ভালো বস'

লাইফ স্টাইল May 13, 2017 707
সহানুভূতিশীল আচরণে হন 'ভালো বস'

প্রতিষ্ঠানে বসদের আচরণ নিয়ে নানা ধরনের মতবাদ রয়েছে। অনেকের মতে, বসদের বেশ রাশভারী এবং ভারিক্কি আচরণের হতে হয়।


আবার অনেকের মতে, অধস্তনদের সঙ্গে বাজে আচরণ এবং তাদের ওপর কাজ চাপিয়ে দেয়ার মধ্যেই বসগিরি বিদ্যমান।


তবে নতুন এক গবেষণা বলছে, আসলে এতে প্রতিষ্ঠানের তেমন কোনো উন্নতি হয় না। কিংবা বসদের সম্পর্কেও ধারণা ভালো হয় না। বরং প্রতিষ্ঠানের ওপর বাজে প্রভাব পড়ে। কর্মীরাও কাজের আগ্রহ হারিয়ে ফেলেন।


একাডেমি অব ম্যানেজমেন্ট জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বসদের বিস্ফোরক ব্যবহার এবং অন্যদের সামনে অধস্তনকে উপহাস করার ফলাফল ভয়াবহ হয়।


গবেষণা কাজে সংযুক্ত ইউনিভার্সিটি অব ফ্লোরিডার সহকারী অধ্যাপক ট্রেভর ফোক বলেন, আসলে গবেষণা কাজটি করা হয়েছে মানুষের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য।


যখন মানুষ ক্ষমতার অধিকারী হন এবং সে ক্ষমতা তারা ব্যবহার করতে চায়, তখন তার প্রতিক্রিয়া জানাই ছিল গবেষণার উদ্দেশ্য।


আর এক্ষেত্রে দেখা গেছে, ক্ষমতাধারী ব্যক্তির বিস্ফোরক এবং দাম্ভিক ব্যবহার কখনোই ভালো কিছু বয়ে আনে না। পাশাপাশি এ ঘটনার বাজে শিকার হন তাদের অধস্তনরাই।


গবেষণায় অন্তত ১০৮ জন এক্সিকিউটিভ এমবিএ ক্লাস মেম্বার অংশ নেন। এরা সবাই বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পদের।


এক্ষেত্রে গবেষক ফোকের পরামর্শ, কোম্পানিগুলোকে আরও বেশি সহানুভূতিশীল, সহকর্মীদের সহায়তাকারী, তাদের প্রতি সম্মানজনক আচরণ ও অন্যদের সাহায্য করার মানসিকতা সম্পন্ন ব্যক্তিদের কাজে নেয়া উচিৎ। এতে প্রতিষ্ঠানটির কাজের পরিবেশ বজায় থাকার পাশাপাশি সব পক্ষই লাভবান হয়।