০১. মানুষের শরীরে গিরার পরিমাণ ১০০ টি
০২. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
০৩. মাথায় প্রতিদিন প্রায় ১০০ টি চুল গজায়।
০৪. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘন্টায় ৭ মাইল।
০৫. একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।
৬. স্বাভাবিক জীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।
৭. মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।
৮. একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।
৯. জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত করে।
১০. জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।
১১. একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।