মন বুঝে না - অরিজিৎ সিং ( Mon Bujhe Na - Arijit Singh)

Indian Bangla Lyrics April 16, 2016 2,914

গান - মন বুঝে না

শিল্পী - অরিজিৎ সিং

ছবি - চিরদিনই তুমি যে আমার

--------------------------------------------


মন বুঝে না, বুঝে না, বুঝে না

মন বুঝে না, বুঝে না...


পড়ছে কেন বিনা মেঘেই বাজ,

পদ্য লিখা আমার তো নয় কাজ ।

চাইছি দিনে অল্প দেখা তোর,

পাল্টে দিতে আমার গল্পের মোড় ।


কিছুতেই উপায় মিলে না !!


ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না

মন বুঝে না, বুঝে না...


ইচ্ছে করে একটা ঘরে থাকব দুজনায়,

গড়ব ভিটে, খুশির ইটে

সঙ্গী হবি আয় ।


কলের পাড়ে জলের ধারা,

ঘরের পরে তুই ।

চারটে হাতে খেলনা পাতে

একজোড়া চড়ুই ।


সে ভাবনারা চোখ তুলে না !!!


ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না

মন বুঝে না, বুঝে না...


রোজ বিকেলে আতর ঢেলে

তোকে সাজাবই,

মেলায় যাব রিস্কা চড়ে

বসবি পাশে তুই,

বন্ধী আছে হাজার আশা

বুকের মঝে দেখ,

একটু ‍চিনে নিলেই হব

দুজন মিলে এক ।


তবু স্বপ্নেরা মুখ তোলে না !!!


ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না

মন বুঝে না, বুঝে না...


পড়ছে কেন বিনা মেঘেই বাজ,

পদ্য লিখা আমার তো নয় কাজ ।

চাইছি দিনে অল্প দেখা তোর,

পাল্টে দিতে আমার গল্পের মোড় ।


কিছুতেই উপায় মিলে না !!!


ও ও হ মন বুঝে না, বুঝে না, বুঝে না

মন বুঝে না, বুঝে না...