আপনাকে খুব ভালো লাগে

পাঁচমিশালী কৌতুক May 6, 2017 1,322
আপনাকে খুব ভালো লাগে

মেয়ে : কি ফোন ইউজ করেন আপনি?


ছেলে : আইফোন ফাইভ সি।


মেয়ে : ওয়াও। কে দিছে?


ছেলে : এই তো গতমাসে ভাইয়া আমেরিকা থেকে পাঠাল। সামনের মাসে আরেকটা পাঠাবে। ভাবতেছি ওটা কাউকে গিফট করে দেব।


মেয়ে : উফ! আসলে আপনাকে না আমার খুব ভালো লাগে সরি তোমাকে...


অন্যদিকে. . .


মেয়ে : কি ফোন ইউজ করেন আপনি?


ছেলে : এই তো চায়না ব্রান্ডের কী যেন নাম।


মেয়ে : ও! কে দিল?


ছেলে : এই তো গতমাসে টিউশনির টাকা দিয়ে কিনলাম। আরো কিছু টাকা থাকলে একটু ভালো ফোন কিনতে পারতাম!


মেয়ে : ও! আচ্ছা বুঝলাম। আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া, পরে কথা হবে।