বাংলালিংক-আইটেলের ১৮ জিবি ইন্টারনেটসহ স্মার্টফোন

Mobile Phone Offer May 3, 2017 2,814
বাংলালিংক-আইটেলের ১৮ জিবি ইন্টারনেটসহ স্মার্টফোন

গ্রাহকদের জন্য ফ্রি বান্ডিল অফারসহ সাশ্রয়ী মূল্যে বাংলালিংক নিয়ে এসেছে ‘আইটেল আইটি ১৫০৮’ মডেলের স্মার্টফোন। এর সঙ্গে থাকছে বিনামূল্যে ১৮জিবি ইন্টারনেট এবং ৪৫০ মিনিট টকটাইম। দাম ৪ হাজার ৩৯০ টাকা।


বুধবার বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয়, টাইগার্স ডেনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টফোনটি উন্মোচন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, পোর্টফলিও সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং ট্র্যানসিয়ন বাংলাদেশ লিমিটেড-এর সিইও রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।


স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এফডব্লিউভিজিএ স্ক্রিন, ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫এমপি+২এমপি এএফ ফ্ল্যাশ ক্যামেরা, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট এবং ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর।


স্মার্টফোনটির বড় ব্যাটারি এবং বৃহৎ স্ক্রিনের মাধ্যমে তারা ভিডিও, মুভি, গেমস, সংবাদ ইত্যাদি বাংলালিংকের ফ্রি ইন্টারনেটের সঙ্গে উপভোগ করতে পারবেন।


অফারটি উপভোগ করতে গ্রাহককে 'it১৫০৮' লিখে ৪৩২১ নম্বর-এ পাঠাতে হবে অথবা * ৫০০০*৫২১# ডায়াল করতে হবে।