শাবককে শুঁড়ে তুলে মাটিতে আছড়ে মারল বাবা হাতি!

সাধারন অন্যরকম খবর May 3, 2017 1,058
শাবককে শুঁড়ে তুলে মাটিতে আছড়ে মারল বাবা হাতি!

ছোট্ট একরত্তি হলে কী হবে, বাবাকে নাকানি-চোবানি খাইছে ছাড়ছিল। কিছুতেই এক পথে হাঁটতে চাইছিল না। কেবল ছুটোছুটি করে অন্য পথে চলে যাচ্ছিল। রাগের চোটে নাজেহাল হয়ে শেষে একরত্তি শাবককে শুঁড়ে তুলে মাটিতে আছড়ে মারল বাবা হাতি।


একবার নয়, দুই থেকে তিনবার। বাবার হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছিল মা। কিন্তু তার দিকেও তেড়ে যায় হাতিটি। আফ্রিকার জঙ্গলে সাফারিতে গিয়ে ভিডিওটি তুলে এনেছিলেন প্রকৃতীপ্রেমী জেনি স্মিথ। সেটি ফেসবুকে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।