৪০০ নারীর সঙ্গে সম্পর্ক করে জীবনকে বিরক্তিকর বলল এই প্লে-বয়!

সাধারন অন্যরকম খবর April 29, 2017 1,881
৪০০ নারীর সঙ্গে সম্পর্ক করে জীবনকে বিরক্তিকর বলল এই প্লে-বয়!

একজন নয়, ৪০০ জন নারীর সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করেছেন ব্রিটিশ নাগরিক বেনি জেমস। কিন্তু শতাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে বেনির মনে হয়েছে সে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। শুধু তাই নয়, যৌনতা নিয়ে জীবনে প্রচন্ড বিরক্ত হয়ে উঠেছেন। এর জন্যই তার জীবন নষ্ট হয়ে গিয়েছে বলেও দাবি তার।


বেনি জেমস একজন টুইটার সেলেবব্রিটি। তার টুইটার ৯০ হাজার টুইটার ফলোয়ার রয়েছে। মূলত প্লে-বয় হিসাবেই কাজ করেন বেনি। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নারীদের সঙ্গে তার সম্পর্ক তৈরি হত। এরপর সরাসরি কোনও হোটেল কিংবা ফাঁকা বাড়িতে তৈরি হত নারীদের সঙ্গে যৌনতার সম্পর্ক।


বেনি জেমস আক্ষেপ করে বলেন, "আমি একটি সুন্দর জীবন চেয়েছিলাম। প্রথম প্রথম আমার মেয়েদের প্রতি চূড়ান্ত আকর্ষণ তৈরি হত। কিন্তু আমি তাঁদের সঙ্গে সেক্স করার পর আমার সমস্ত আকর্ষণ শেষ হয়ে যেত। "


জেমসের দাবি, এমন ভাবনা চিন্তার পর মনে হয় সবকিছু থেকে দূরে সরে যাব। কিন্তু এরপরেও একের পর এক নারীর সঙ্গে তৈরি হচ্ছে যৌন সম্পর্ক। তিনি নাকি হাজারো চেষ্টারও পরও নাকি যৌন সঙ্গম থেকে দূরে থাকতে পারছেন না। আর এই বিষয়ে সে একেবারেই ব্যর্থ। -বিডি প্রতিদিন