এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ!

লাইফ স্টাইল April 27, 2017 1,196
এইসব জায়গায় প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্ক? সর্বনাশ!

পুরাণ বলে এমন কিছু জায়গা রয়েছে, যেখানে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে শারীরিকভাবে মিলিত হলে তার ফল মারাত্মক হতে পারে। কারও কারও মতে ঋষি পরাশরের সঙ্গে নদীর ধারে সত্যবতীর মিলিত হওয়ার ফল মহাভারতের যুদ্ধ। যদিও এসব কিছুই বিশ্বাসের বিষয়। তর্কের পথ ধরে হাঁটলে বহু দূর যেতে হতে পারে। তবে বাস্তশাস্ত্র বলছে সঙ্গমের ক্ষেত্রে নিম্নোল্লিখিত জায়গাগুলি এড়িয়ে যাওয়াই ভাল…


১. নদীর ধারে শারীরিক সম্পর্ক না স্থাপন করাই ভাল। এর ফলে দু’জনের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।


২. আগুনকে হিন্দু ধর্মে দেবজ্ঞানে পুজো করা হয়। তাই অগ্নিপুরাণ মতে আগুনের সামনে শারীরিক সম্পর্ক একদম না।


৩. বন্ধু বা কোনও আত্মীয়র বাড়িতে গিয়ে জীবনসঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না। এতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরির সম্ভাবনা তৈরি হয়।


৪. দীর্ঘদিন ধরে বাড়িতে কেউ অসুস্থ থাকলে তাঁর সংলগ্ন ঘরে কোনওরকম শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়াই ভাল। হতে পারে স্বাস্থ্য-সুরক্ষার কথা মাথায় রেখেই এমন মত।


৫. খেয়াল রাখবেন মন্দিরে বা তার আশপাশে যেন আবার প্রিয়জনের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবেন না।শাস্ত্রমতে তা মহাপাপ!


৬. কবর বা শ্মশান সংলগ্ন কোনও জায়গায় শারীরিক সম্পর্ক প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়ায়। এর ফলে শরীরে নেগেটিভ এনার্জি বেড়ে যায়।


সূত্রঃ সংবাদ প্রতিদিন