তিন সপ্তাহ ধরে চেষ্টার পর মুরগির ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছেন ফ্রেঞ্চ শিল্পী আব্রাহাম পইনচেভাল। একটি মুরগির ১০টি ডিম ফোটানোর জন্য নিজের দেহের তাপমাত্রাকে ব্যবহার করলেন তিনি।
প্যারিসের পালাইস ডি টকিয়ো সমসাময়িক আর্ট মিউজিয়ামেক একটি কাচের কক্ষেক বসে এই কাজটি সম্পাদন করলেন তিনি।
প্রথমে আব্রাহাম পইনচেভাল ধরে নিয়েছিলেন, ডিমগুলো ফোটাতে ২১-২৬ দিনের মতো হয়তো সময় লাগবে। জাদুঘরের এক মুখপাত্র জানান, আব্রাহাম অবশেষে ডিমগুলো ফোটাতে সক্ষম হয়েছেন। বাচ্চাগুলোকে খামারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এ কাজের জন্য পইনচেভাল একটি চেয়ারে বসে ছিলেন। গরম একটি কম্বলে মুড়িয়ে নেন পুরো দেহ। ডিমগুলোর ওপর সারাক্ষণ বসে থাকতে হয় তাকে। সারা দিনে একটানা ৩০ মিনিটের বেশি চেয়ার ছেড়ে উঠতে পারেননি তিনি।
এর আগে ২০১৪ সালে একটি ভালুকের ভাস্কর্যের মধ্যে দুই সপ্তাহ কাটিয়েছিলেন আব্রাহাম। -বিডি প্রতিদিন