ছেলের সুন্দরী স্ত্রীকে নিয়ে নিয়ে পালিয়ে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক ব্যক্তি। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার কৃত্যানন্দ পুলিশ স্টেশন এলাকায়। এই বিষয়ে অভিযোগ দায়ের হওয়ার পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলের স্ত্রীর সঙ্গেই গত কয়েক বছর ধরে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলছিলেন ধৃত ওই ব্যক্তি। সম্পর্ক যখন আরও গভীর হয়ে ওঠে তখন তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়ে পড়েন বলে অভিযোগ।
এরপর হঠাৎ করে কয়েকদিন আগে বাড়ি থেকে পালিয়ে স্থানীয় পূরণদেবী মন্দিরে গিয়ে বিয়ে সেরে ফেলেন তারা। আর এই খবর তার ছেলের কানে গিয়ে পৌঁছতেই সোজা কৃত্যানন্দ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
তার অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু, এরপরেই ধৃত ব্যক্তির স্ত্রী এসে কৃত্যানন্দ থানার পুলিশকর্মীদের হাতেপায়ে পড়তে থাকেন। অনুরোধ করেন, স্বামীকে ছেড়ে দেওয়া হলে ফের তারা দু’জনে একসঙ্গে সংসার শুরু করবেন। যদিও পুলিশ সেই অনুরোধ কান না দিয়ে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ নম্বর ধারায় মামলা দায়ের করে ধৃত ব্যক্তির নামে।
সূত্রঃ অনলাইন