টাস্কবারের এক্সপ্লোরার আইকনে যেকোনো ফোল্ডার!

কম্পিউটার টিপস April 27, 2017 1,222
টাস্কবারের এক্সপ্লোরার আইকনে যেকোনো ফোল্ডার!

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিস্তা এবং ৭-এর টাস্কবারে এক্সপ্লোরার আইকন থাকে। এখানে ক্লিক করলে উইন্ডোজের আগে থেকে নির্বাচিত (ডিফল্ট) ফোল্ডার হিসেবে লাইব্রেরিতে ঢুকে যায়। চাইলেই এটি পরিবর্তন করে পছন্দমতো ডিরেক্টরি নির্বাচন করে দেওয়া যায়। এ জন্য এক্সপ্লোরার আইকনে মাউসের ডান বোতামে ক্লিক করুন।


এখান থেকে Windows Explorer-এ আবারও মাউসের ডান বোতামে ক্লিক করে Properties নির্বাচন করুন। এখানে Target ঘরে %windir%/explorer.exe ঠিকানার পাশে একটি স্পেস দিয়ে যে ড্রাইভে যেতে চান, সেটি লিখুন। এই ঘরে %windir%/explorer.exe D: লিখে দিলে এক্সপ্লোরার বোতাম চাপলে সরাসরি D: ড্রাইভে নিয়ে যাবে।


এ ছাড়া সরাসরি কম্পিউটারে ঢুকতে %windir%/explorer.exe::{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D} হুবহু লিখুন। মাই ডকুমেন্টসে ঢুকতে %windir%/explorer.exe::{450D8FBA-AD25-11D0-98A8-0800361B1103} হুবহু লিখুন।


একইভাবে এই ঘরে যে ঠিকানা লিখবেন এক্সপ্লোরার আপনাকে সরাসরি সেই ঠিকানায় (লোকেশন) নিয়ে যাবে।