টেনিস রেকেট দিয়ে মশা মারি

পাঁচমিশালী কৌতুক April 27, 2017 1,834
টেনিস রেকেট দিয়ে মশা মারি

মারিয়া শারাপোভা এক ভারতীয়কে অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বললেন-


শারাপোভা : আপনারা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলেন?


ভারতীয় : হ্যাঁ।


শারাপোভা : তাহলে আপনারা টেনিস রেকেট দিয়ে কী করেন?


ভারতীয় : টেনিস রেকেট দিয়ে মশা মারি।