বছর পঞ্চাশের এক প্রৌঢ়র লালসার শিকার হল ১৬ মাসের এক শিশুকন্যা। তার গোপনাঙ্গে এতটাই ক্ষত সৃষ্টি হয়েছে, তা সেলাই পর্যন্ত করতে হয়। চিনের জিকাউ শহরের ঘটনা।
Daily Mail-এ প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে, জিকাউয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ওই প্রৌঢ় নিগৃহীতা শিশুর মায়ের বন্ধু। বিশেষ কাজের জন্য সেদিন ১৬ মাসের বাচ্চাটিকে ওই ব্যক্তির কাছে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছেন মা।
বাড়ি ফিরে দেখেন, বিছানায় নেতিয়ে পড়ে রয়েছে বাচ্চাটি। মা ভেবেছিলেন ভেজা ন্যাপির কারণে বোধহয় অমন বেজার মুখ করে বাচ্চাটা শুয়ে রয়েছে। কিন্তু ডায়াপার বদলাতে গিয়ে আঁতকে ওঠেন মা! শিশুটিও তারস্বরে কাঁদতে শুরু করে।
ডায়াপারটি খুলতেই নজরে আসে রক্তের দাগ। ততক্ষণে বিষয়টি পরিস্কার হয়ে গিয়েথে মায়ের কাছে। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তিনি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে একরত্তি ওই শিশুর গোপনাঙ্গে সেলাই পর্যন্ত করতে হয়। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্রঃ সংবাদ প্রতিদিন