অবশেষে ইন্টারনেটের দাম কমছে!

BTRC News April 26, 2017 6,041
অবশেষে ইন্টারনেটের দাম কমছে!

ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। আর এর ফল পাওয়া যাবে আগামী ছয় মাসের মধ্যে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন তিনি।


বৈঠকের পর তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আমি ভ্যাট ট্যাক্স ও রাজস্ব ভাগাভাগি করে, ছাড় দিয়ে হলেও দাম কমাবো। আমি দু-একদিনের মধ্যে এ বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীকে চিঠি দেবো। যেভাবেই হোক দাম কমাবো। তবে এর ফল পেতে ছয় মাস সময় লাগবে।’


বৈঠকে আইআইভি, আইটিসি, বিএসসিসিএল ওআইএসপিসহ বিভিন্ন মোবাইল অপারেটর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সূত্রঃ বাংলা ট্রিবিউন