পড়াশোনার জন্য টস

পাঁচমিশালী কৌতুক April 25, 2017 1,158
পড়াশোনার জন্য টস

এক দুষ্টু ছাত্র পরীক্ষার আগের রাতে পয়সা দিয়ে টস করছে। টসের আগেই প্রতিজ্ঞা করে বলে-


ছাত্র : যদি শাপলা আসে তাইলে ঘুমায়া যামু। যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু। যদি খাড়ায়া থাকে তাইলে গেমস খেলমু। আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে সারারাত পড়মু!