আমার কী দোষ

পাঁচমিশালী কৌতুক April 22, 2017 1,304
আমার কী দোষ

চেকার : মাসিমা, আপনার টিকিট তো লোকাল ট্রেনের, এক্সপ্রেসে উঠেছেন কেন?


বৃদ্ধা : ওসব আমি বুঝি না বাপু, কী বলছিস ভালো করে বল।


চেকার : বলছি আপনার টিকিট তো আস্তে গাড়ির, জোরে গাড়িতে কেন উঠলেন?


বৃদ্ধা : এতে আমার কী দোষ? যা, গিয়ে তোর ড্রাইভারকে আস্তে চালাতে বল।