এতো খুশি কিসের জন্য

পাঁচমিশালী কৌতুক April 20, 2017 1,474
এতো খুশি কিসের জন্য

এক পিঁপড়া খুশি মনে বাড়ি যাচ্ছিল। পথে মৌমাছি জানতে চাইল-


মৌমাছি : কি রে, এতো খুশি কিসের জন্য?


পিঁপড়া : বনে আজকে সব জন্তু মিলে এক হাতিকে পেটাচ্ছিল। খুশিমনে আমিও তাকে দু-একটা ঘুষি মারলাম। তাই আমি খুশি।


পরদিন পিঁপড়াকে গম্ভীরভাবে বাড়ি যেতে দেখে মৌমাছি এর কারণ জানতে চাইল-


পিঁপড়া : তোমাকে যে কালকে হাতির কথা বলেছি, সে আজকে মারা গেছে। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি আমাকে করা হয়েছে।