পাপ্পু এক মেয়েকে ভালবাসতো। মেয়েটির নাম ছিল পাখি। পাপ্পু তাই প্রতিদিন পাখির বাসার সামনে গিয়ে তার পাখিকে ‘পাখি’ ‘পাখি’ বলে ডাকলে পাখি চলে আসতো।
একসময় পাপ্পু পাখিকে রেখে বিদেশে চলে গেল। তারপর প্রায় ৩-৪ বছর পর সে বিদেশ থেকে ফিরে আসলো। এসেই পাখির বাসার সামনে গিয়ে পাখিকে ডাকতে লাগল। তখন পাখির মা বলল-
মা : বাবা তুমি এতোদিন পর কোথা থেকে আসলে? তোমার পাখি তো অলরেডি এক ছানার মা হয়ে বসে আছে।