বউয়ের কথা রাখবো

পাঁচমিশালী কৌতুক April 17, 2017 1,845
বউয়ের কথা রাখবো

সুলতান বাজার থেকে ক্লান্ত অবস্থায় বাড়িতে এসে দেখলো রান্না হয়নি। তাই রেগে গিয়ে বউকে ইচ্ছামতো মার দিলো।

বউ রাগ করে পরের দিন গ্রামে সালিশ ডাক দিলো। মাতুব্বর সুলতানের বউকে জিজ্ঞাসা করলো-


মাতুব্বর : তোমার সংসারে কী সমস্যা?


বউ : আমি আর তার ভাত খামু না।


সুলতান : ঠিক আছে, আমি আমার বউয়ের কথা রাখবো। আজ থেকে ভাতের বদলে তাকে চিড়া, মুড়ি, জাউ রান্না করে খাওয়ানো হবে।।