l বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
ধাতু
২০। ধাতু বা প্রকৃতি অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?
ক. উপধা খ. অনুধা গ. ব্যবধা ঘ. শতধা
২১। কৃত্ প্রত্যয়সাধিত পদকে কী বলে?
ক. ক্রিয়াপদ খ. প্রকৃতি
গ. ক্রিয়া প্রকৃতি ঘ. কৃদন্ত পদ
২২। ‘নয়ন’-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কী?
ক. নী + অনট খ. নে + অনট
গ. নী + অট ঘ. নে + অট
২৩। কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ?
ক. উক্তি খ. মুক্তি গ. ভক্তি ঘ. শক্তি
২৪। ‘দাতব্য’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কর + নীয় খ. দাত + ব্য
গ. দ + তব্য ঘ. দা + তব্য
২৫। যেসব প্রত্যয় নামশব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের বলে—
ক. কৃত্ প্রত্যয় খ. তদ্ধিত প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. শব্দ বিভক্তি
২৬। তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়?
ক. সান্ধ্য প্রকৃতি খ. ক্রিয়া প্রকৃতি
গ. নাম প্রকৃতি ঘ. নৈশ প্রকৃতি
২৭। প্রাতিপদিক-এর আরেক নাম কী?
ক. কৃত্ প্রত্যয় খ. ধাতু
গ. বাংলা প্রকৃতি ঘ. নাম প্রকৃতি
২৮। শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে—
ক. তদ্ধিত প্রত্যয় খ. অন্ত প্রত্যয়
গ. কৃত্ প্রত্যয় ঘ. আন প্রত্যয়
২৯। তদ্ধিত প্রত্যয়সাধিত শব্দটির নাম কী?
ক. প্রত্যয়ান্ত শব্দ খ. কৃদন্ত শব্দ
গ. তদ্ধিতান্ত শব্দ ঘ. সাধিত শব্দ
৩০। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
ক. দুই খ. চার গ. তিন ঘ. পাঁচ
৩১। ধাতু কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩২। ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহূত হয়?
ক. বৃহদার্থে খ. ক্ষুুদ্রার্থে
গ. সমার্থে ঘ. ভিন্নার্থে
৩৩। ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
ক. মালিক অর্থে খ. জাত অর্থে
গ. ব্যবসায় অর্থে ঘ. ভাব অর্থে
৩৪। অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক. মিঠাই খ. লোনা গ. লেজুড় ঘ. সাপুড়ে
৩৫। ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মানু + ষ্ণ খ. মনু + ষ্ণ
গ. মনু + ষ্ণ্য ঘ. মনু + বতুপ
৩৬। ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. সুভগ + ষ্ণ্য খ. সুভগ + ষ্ণ
গ. সৌভগ + ষ্ণ্য ঘ. সৌভগ + ষ্ণ
৩৭। ‘সার্বভৌম’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. সর্বভূমি + ষ্ণ খ. সর্ব + ভৌম
গ. সার্বভূমি + ষ্ণ ঘ. সার্বভূমি + ষ্ণিক
৩৮। ‘কাব্যিক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. কবি + য খ. কাব্য + ষ্ণিক
গ. কবি + ইক ঘ. কাব্য + ইক
৩৯। ‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. নীল + ইমা খ. নীল + ইমন
গ. নীল + ঈশন ঘ. নীল + মা
৪০। ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মহি + মা খ. মহা + ইমা
গ. মহা + ইমন ঘ. মহত্ + ইমন
৪১। ‘মেধাবী’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক. মেধা + বিন্ খ. মেধা + ইন
গ. মেধ + বিন ঘ. মেধ + আবী
l বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
উত্তর
বাংলা ২য় পত্র
ধাতু
২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. গ ৩১. খ ৩২. ক ৩৩. ঘ ৩৪. গ ৩৫. খ ৩৬. ক ৩৭. ক ৩৮. খ ৩৯. খ ৪০. ঘ ৪১. ক