বেটার ঘরের নাতি

ছেলে ও মা কৌতুক April 13, 2017 2,709
বেটার ঘরের নাতি

একবার সুমনের মা সুমনকে বলছে. . .


মা : সুমন, তুই তো অনেক ইংরেজি শিখেছিস। আমাকে একটু ইংরেজি বলে শুনাছ না।


সুমন : মা, আমি ইংরেজি বললে তুমি কি বুঝবে?


মা : বেশ বুঝবো, তুই বল।


সুমন : বলো তো মা, ‘সামথিং ইজ বেটার দেন নাথিং’- এর অর্থ কী?


মা : ওহ, এই কথা? তুই যে ‘শামসুদ্দিনের বেটার ঘরের নাতি’- এটাই বুঝিয়েছিস।