বাণী
পৃথিবীতে দুটি দল সবচে সুখী। একটি হচ্ছে অবিবাহিত পুরুষ আর অন্যটি হলো বিবাহিত রমণী। -গোরিয়া স্টেইনেম
বিয়েটা হচ্ছে ঠিক যেন বন্ধুদের সঙ্গে খেতে বসা। যখন তুমি তোমার খাবারটা থলে থেকে বের করলে, তখন দেখলে তোমার বন্ধুদের খাবার তোমারটার থেকেও উপাদেয়। -সংগ্রহ
আমার বউভাগ্যটাই খারাপ। প্রথমটা আমকে ছেড়ে চলে গেল, আর দ্বিতীয়টা এখনো যাচ্ছে না। -প্যাট্রিক ম্যুরে
বচন
চৈতে গিমা তিতা,
বৈশাখে নালিতা মিঠা,
জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ,
শায়নে দৈ।
ভাদরে তালের পিঠা,
আশ্বিনে শশা মিঠা,
কার্তিকে খৈলসার ঝোল,
অগ্রাণে ওল।
পৌষে কাঞ্ছি, মাঘে তেল,
ফাল্গুনে পাকা বেল।