মোবাইলে পানি ঢুকলে করণীয়

মোবাইল টিপস April 10, 2017 1,765
মোবাইলে পানি ঢুকলে করণীয়

বর্তমান সময়ে মোবাইল আমাদের কাছে কতটা অপরিহার্য তা বলে বোঝানো যাবে না। আট থেকে আশি সকলের কাছে সব থেকে প্রয়োজনীয় বস্তু। অনেক সময় দেখা যায় তাড়াহুড়োতে কিংবা কোনো না কোনো কারণে অনেক সময় ফোনের ওপর বিভিন্ন জিনিস পড়ে যায়। আর তা থেকেই ঘটে বিপত্তি।


এর জন্যে বর্তমানে সব কোম্পানি ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু তাদের দামও আকাশ ছোঁয়া। যা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। তাই আপনার ফোন যদি ওয়াটার প্রুফ না হয় তবে কোন কথা নেই। আপনার জন্যে রয়েছে কয়েকটি টিপস।


১. ফোনে চা বা কফি পড়ে গেলে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করে মুছে ফেলুন। যত বেশি তরল পদার্থ থাকবে ফোনটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে।


২. ফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভিতরের সব কিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড সব কিছু। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না। ফোনের ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।


৩. সিম কার্ডও বাইরে বার করে রাখুন। এরপর ফোনের ভিতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন।


৪. ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।


৫. ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে।


৬. ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।