পৃথিবীর আদিমতম 'কনডম' এখনও ব্যবহারযোগ্য!

সাধারন অন্যরকম খবর April 10, 2017 1,838
পৃথিবীর আদিমতম 'কনডম' এখনও ব্যবহারযোগ্য!

যৌন নিরোধক ব্যবস্থাপনা গত কয়েকদশকে স্বাস্থ্য সচেতনতার ফলে মানুষ ব্যবহার করতে শুরু করেছেন। তার আগে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশে এর ব্যবহার প্রায় ছিল না বললেই চলে। এমনকি বিশ্বের উন্নত দেশেও এর বহুল ব্যবহারের কথা তেমন শোনা যায়নি।


তবে জানেন কি, কনডম প্রথম তৈরি হয় আজ থেকে প্রায় ৩৮০ বছর আগে ১৬৪০ সালে। সেটিই এখন অস্ট্রিয়ার সংগ্রহশালায় প্রদশর্নীর জন্য রাখা হয়েছে। লাতিন ভাষায় লেখা এর ব্যবহারপ্রণালী অনুযায়ী দাবি করা হয়েছে, এটি এখনও ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে।


ম্যানুয়াল অনুযায়ী কোনো ব্যবহারকারী এটিকে ব্যবহার করতে চাইলে গরম দুধে এটিকে ভিজিয়ে নিতে হবে। তারপর ব্যবহার করলে কোনো রকম সংক্রমণের ভয় থাকবে না। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজ।


জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে পুরনো এই কনডমটি পাওয়া গিয়েছে সুইডেনে। এটি তৈরি শুয়োরের অন্ত্র দিয়ে। এবং যৌনতা সম্পর্কিত আদিম নানা বস্তুর মধ্যে এটি অন্যতম। এটিকে অস্ট্রিয়ার তিরোলিন কাউন্টি মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। -কালের কন্ঠ