এক একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন৷ তাই ঘুমের ঘোরেই কোনও মানুষ কখনও হেসে ওঠেন৷ আবার ভয়ঙ্কর কোনও স্বপ্ন দেখলে হঠাৎ ঘুম ভেঙে যায়৷ অনেকেই আবার বলেন, পরবর্তীকালে স্বপ্ন বাস্তবে পরিণত হতেও দেখেছেন৷
অনেকে শুভ-অশুভ হিসেবে স্বপ্নের ভাগও করেন৷ স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে৷ কিন্তু জানেন কি, প্রতিটি স্বপ্নেরই আলাদা আলাদা মানে রয়েছে? যার মধ্যে হয়তো বেশ কিছুর মানে বেশ পরিচিত৷
কিন্তু এমন অনেক স্বপ্ন মানুষ দেখে থাকেন, যার মানে খুঁজে পান না৷ কেন এমন দেখলেন, ভেবে কূল করতে পারেন না৷ এমনই কিছু স্বপ্নের অন্তর্নিহিত অর্থ তুলে ধরা হল এই প্রতিবেদনে৷
হেনস্তা: স্বপ্নে নিজেকে হেনস্তার শিকার হতে দেখেছেন কখনও? তাহলে সাবধান৷ যাদের সঙ্গে প্রায়ই মেলামেশা করেন, চোখ-কান খুলে রেখে তাঁদের সঙ্গে সম্পর্ক রাখুন৷ স্বপ্নই আপনাকে সে ইঙ্গিত দিয়ে গেল হয়তো৷
দুর্ঘটনা: দুর্ঘটনার স্বপ্ন দেখলে যে দুর্ঘটনাতেই পড়বেন এমনটা নয়৷ নানা কারণে চোট আঘাত পেতে পারেন৷ তবে চিন্তার কিছু নেই৷ দ্রুত সেই সমস্যা মিটেও যাবে৷
আইনজীবী: নিজেকে যদি কখনও আইনজীবী হিসেবে স্বপ্নে দেখে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর৷ সঠিক ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন আপনি৷ সাফল্যের সঙ্গে খ্যাতিও নিশ্চিতভাবে অপেক্ষা করে রয়েছে৷
রাগ: স্বপ্নে আপনি যাঁর উপর রেগে যান, বাস্তবে তিনিই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু৷
গাধা: ঘুম থেকে উঠে যদি মনে পড়ে রাতে আপনার স্বপ্নে এক গাধা ঘোরাফেরা করছিল, তাহলে হয়তো মনটা ভাল লাগে না৷ কিন্তু জেনে রাখুন, গাধা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক৷ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে অনেক প্রতিকূলতা টপকে এবার সফল হতে চলেছেন আপনি৷
শিশু: স্বপ্নে কোনও বাচ্চার সেবা করলে আপনার জীবনে তা দুর্ভাগ্য ডেকে আনতে পারে৷ আবার স্বপ্নে কোনও অসুস্থ শিশুকে দেখাও শুভ নয়৷ এতে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হতে পারে৷
যুদ্ধ: বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার ইঙ্গিত এই স্বপ্ন৷
সৌন্দর্য: শুধু ঘুমের ঘোরে কেন, চোখ খুলেও স্বপ্ন দেখতে ইচ্ছা করে যে আপনাকে দারুণ সুন্দর দেখাচ্ছে৷ যদিও ঘুমের মধ্যে এ স্বপ্ন আপনার ক্ষতিই করবে৷ সাময়িকভাবে সুন্দর হয়ে ওঠার আনন্দ হবে ঠিকই, কিন্তু এটি দুর্বল ও অসুস্থ হয়ে পড়ার ইঙ্গিত৷ নিজেকে অতিরিক্ত সুন্দর দেখার অর্থ মৃত্যু৷
পাখি: স্বপ্নে পাখি উড়তে দেখা দুর্ভাগ্যের প্রতীক৷
নৌকা: ঢেউহীন জলে নৌকা বাওয়ার স্বপ্ন দেখা ভাল৷
পাউরুটি: কাজে উন্নতির লক্ষণ৷ রুটি খাওয়ায় সুস্বাস্থ্যের ইঙ্গিত৷ তবে পোড়া রুটিতে লুকিয়ে থাকে শেষকৃত্যের বিষয়টি৷
উট: বড়সড় বোঝা চাপতে পারে আপনার কাঁধে৷ মানসিক চাপ অনুভব করতে পারেন৷ কিন্তু নিজের প্রতিভায় পুরোটাই সামলে নিতে পারবেন৷
বিড়াল: স্বপ্নে বিড়াল হত্যা দেখার অর্থ নিজের শক্রুকে আপনি চিনতে পেরেছেন৷
মেঘ: কালো মেঘের অর্থ একরাশ হতাশা আর দুঃখের মধ্যে দিকে আপনার সময় কাটবে৷
কাক: দুঃখজনক শেষকৃত্যের ইঙ্গিত দেয় এ ধরনের স্বপ্ন৷
মৃত্যু: স্বপ্নে মৃত্যু দেখার অর্থ দীর্ঘজীবী হওয়া৷ অসুস্থ ব্যক্তি মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি৷
নৈশভোজ: স্বপ্নের মধ্যে ডিনার করলে বাস্তবে খাদ্যাভাবে ভুগতে পারেন৷
ভূমিকম্প: কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়৷
গ্রহণ: আশাতেও গ্রহণ লাগতে পারে৷ মৃত্যুর হাতছানির ইঙ্গিত এই স্বপ্ন৷ বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক৷
হাতি: সুস্বাস্থ্য, সাফল্য, শক্তি, প্রতিভার ইঙ্গিতবাহী স্বপ্ন৷
আগুন: সুস্বাস্থ্য এবং আনন্দের প্রতীক৷
বন্যা: ব্যবসায় সাফল্য৷ যদিও সাধারণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলেই মানে৷
ভূত: জীবনে অনেক প্রতিকূলতা দেখা দিতে পারে৷ শক্রুরা আরও শক্তিশালী হয়ে ওঠে৷
ঈশ্বর: খুব কম ব্যক্তিরই এই স্বপ্ন দেখার সৌভাগ্য হয়৷ এটি চূড়ান্ত সাফল্যের ইঙ্গিত৷
স্বর্গ: বাকি জীবন আনন্দদায়ক এবং শান্তির মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন৷
মা: মাকে সুস্থভাবে দেখার অর্থ আপনি সম্পদশালী৷ আর স্বপ্নে মা হারিয়ে যাওয়ার মানে মা অসুস্থ হতে পারেন৷
খুন: স্বপ্নে কাউকে খুন করেছেন? তার মানে ভুল বা খারাপ পথে হাঁটছেন আপনি৷
সাপ: আশেপাশে অনেক শক্রু রয়েছে, যারা ক্ষতি করতে পারে৷
বিদ্যুৎ: সম্মুখ বিপদ৷ দূর থেকে বিদ্যুৎ দেখার অর্থ প্রতিকূলতা পার হয়ে যাবেন আপনি৷
জল: জন্মের ইঙ্গিত দেয়৷
বিয়ে: স্বপ্নে নিজের বা অন্য কারও বিয়ে হতে দেখেছেন? তাহলে শীঘ্রই কোনও মৃত্যু দেখতে পাবেন৷ স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিতই থেকে যেতে হবে আপনাকে৷ অসুস্থ ব্যক্তির বিয়ের স্বপ্ন দেখার অর্থ মৃত্যুর হাতছানি৷
তথ্যসূত্রঃ সংবাদ প্রতিদিন