এক সমবয়সী দম্পতি ছিল, দু’জনেরই বয়স ৬০ বছর। একদিন এক পেত্নী এসে তাদের বলল. . .
পেত্নী : আমি তোদের দু’জনের একটা করে ইচ্ছা পূরণ করতে পারি, বল কে কি চাস?
স্ত্রী : আমি আমার স্বামীর সঙ্গে সারা পৃথিবী ঘুরতে চাই।
পেত্নী চুটকি বাজিয়ে দু’টো প্লেনের টিকিট বউটাকে দিয়ে দিল। তারপর লোকটিকে বলল. . .
পেত্নী : এবার তুই বল কি চাস?
স্বামী : আমি আমার থেকে ৩০ বছরের ছোট বউ চাই।
পেত্নী এবারও চুটকি বাজালো, আর লোকটিকে ৯০ বছরের করে দিল।