ঠাণ্ডা জ্বরে গলা ব্যথায় করনীয়

সাস্থ্যকথা/হেলথ-টিপস April 6, 2017 868
ঠাণ্ডা জ্বরে গলা ব্যথায় করনীয়

বৃষ্টিতে ভিজে বা ঘামে ঠাণ্ডা লেগে আমাদের গলা ব্যথা বা গলার স্বর বসে যাওয়ার মতো সমস্যা হতে পারে। এর সঙ্গে ঢোক গিলতে অসুবিধা এবং খুসখুসে কাশিও হতে পারে। ভাইরাস সংক্রমণের কারণেই প্রধানত এমনটি হয়।


যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা সমস্যার শুরুতে রোগ নিরাময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি তাদের এ জটিলতা হিসাবে টনসিলে ইনফেকশন, এভেনয়েড ও স্বরযন্ত্রে প্রদাহ হতে পারে। ফলে সেকেন্ডারি ইনফেকশন বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়।


কী করবেন


-শিশুর যদি এ সমস্যার সঙ্গে ঘন ঘন সর্দি কাশি হয়, স্বাসকষ্ট ও রাতের বেলা কাশি হয়, কানে ব্যথার কথা বলে তবে অতি শিগগির চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তিনি নাক, কান, গলা পরীক্ষা করে দেখবেন।


-ঢোক গিলতে অসুবিধা, বুক জ্বলা ও গলায় টিউমারের মতো বোধ হলে এবং ওষুধেও কাজ না হলে অ্যান্ডোসকোপের সাহায্যে গলা পরীক্ষা করে দেখতে হবে।


-শীত শীত বা জ্বরজ্বর ভাব থাকলে টনসিলাইটিস বা ফ্যারেনজাইটিসের চিকিৎসা নিতে হবে।


-কুসুম গরম পানিতে লবণ দিয়ে গরগরা এক্ষেত্রে কার্যকর। ঠাণ্ডা লাগানো যাবে না। গরম পানি, স্যুপ লিকার চা খেতে হবে।


-চিকিৎসকের পরামর্শে এন্টিহিস্টামিন খাওয়া যেতে পারে।