ভ্রমণ : গাছের ঘরে বাস!

দেখা হয় নাই March 31, 2017 929
ভ্রমণ : গাছের ঘরে বাস!

ছুটি কাটাতে কোথাও হারিয়ে যেতে চান? আসলে হারানোর অনেক স্থানই রয়েছে। কিন্তু এখানে বনে হারানোর ঠিকানা দেওয়া হলো। শুধু তাই নয়, এই স্থানগুলো পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় একটি বিশেষ কারণে। এখানকার গাছে গাছে থাকার জন্য বাড়ি বানানো হয়েছে। এমন অভিজ্ঞতা অন্য কোথাও মিলবে না। এসব ট্রি-হাউজে দিব্যি থাকতে পারবেন যত দিন ইচ্ছা। জেনে নিন ঠিকানা।


১. দ্য ট্রি হাউজ রিসোর্ট, জয়পুর

ভারতের জয়পুর থেকে এক ঘণ্টার পথ। ট্রি হাউজ রিসোর্ট রয়েছে সেখানে। সবগুলো যেন বিলাসী পাখির বাসা। প্রাইভেট স্যুইটও রয়েছে। আধুনিক সব সুবিধা মিলবে সেখানে। ওয়াই-ফাই সংযোগসহ যেকোনো সুবিধা নিয়ে থাকুন গাছের ঘরে।


২. ট্রি হাউজ হাইডওয়ে, বান্ডাভগার্থ

বান্ডাভগার্থ দুর্গ এলাকার টাইগার রিজার্ভ দেখতে পারবেন এখানে। এই রিসোর্টের গাছগুলোতে রয়েছে ৫টি বিলাসী বাড়ি।


৩. ভাইথিরি রিসোর্ট, ওয়ানাদ

উত্তর-পশ্চিম কেরালার ওয়ানাদে রয়েছে এই রিসোর্ট। বিশাল সব গাছে রয়েছে দৃষ্টিনন্দন সব ট্রি-হাউজ।


৪. রেইনফরেস্ট বুটিক রিসোর্ট, আথিরাপালি

কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক ঘণ্টার পথ। কেরালার জনপ্রিয় আথিরাপালি জলপ্রপাতের কাছেই সোলাইয়ার বনের বিচিত্র পরিবেশ মিলবে রেইনফরেস্ট বুটিক রিসোর্টে।


৫. ট্রিহাউড কটেজেস, মানালি

আপেল, ওয়ালনাট এবং পাম গাছে ঘেরা এখানকার ট্রি-হাউজগুলো। দিল্লি বা চন্ডিগড় থেকে সহজেই যাওয়া যায় সেখানে।


সূত্র : হ্যাটি ট্রিপস