আমার মেয়েকে ভুলে যা

পাঁচমিশালী কৌতুক March 28, 2017 2,190
আমার মেয়েকে ভুলে যা

নায়িকার বাবা নায়কের দিকে বন্দুক তাক করে বলল. . .


বাবা : এখনো সময় আছে, আমার মেয়েকে তুই ভুলে যা!


নায়ক : চৌধুরী সাহেব, জান চলে যাবে, তবু আমি আপনার মেয়েকে ভুলবো না।


নায়িকার বাবা রেগে ঠুস করে নায়ককে গুলি করে। কিন্তু একি! গুলি তো নায়কের বুকে না লেগে নায়িকার বাবার বুকে লাগল! নায়িকার মা চিৎকার করতে করতে নায়িকার বাবার কাছে দৌড়ে এলো। তারপর কাঁদতে কাঁদতে বলল. . .


মা : কতবার বলেছি, চাইনিজ বন্দুক কিনো না। কোন দিক দিয়া গুলি বের হবে, কেউ জানে না!