ভিটামিন-কে কেন জরুরি?

সাস্থ্যকথা/হেলথ-টিপস March 28, 2017 716
ভিটামিন-কে কেন জরুরি?

ভিটামিন-কে এসেনশিয়াল ফ্যাট সলিউবল ভিটামিন। এটি হাড় ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। এ ছাড়া এর আরো অনেক প্রয়োজনীয়তা রয়েছে আমাদের শরীরে। ব্রকলি, ফুলকপি, ডিম, পনির, দই ইত্যাদির মধ্যে ভিটামিন-কে পাওয়া যায়।


হাড়ের স্বাস্থ্যের জন্য

হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন-কে জরুরি। এটি হাড়ের ফ্র্যাকচার কমাতে সাহায্য করে। মেনোপজের পর নারী শরীরে সবচেয়ে বেশি ভিটামিন-কে প্রয়োজন।


হৃৎপিণ্ডকে ভালো রাখে

ভিটামিন-কে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। গবেষণায় বলা হয়, ভিটামিন-কে কার্ডিওভাসকুলার ডিজিজ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে।


ক্যানসারের সঙ্গে লড়াই

ভিটামিন-এ কোলন, পাকস্থলী, লিভার, মুখগহ্বর, প্রোস্টেট ক্যানসার প্রতিরোধে কাজ করে।


ঋতুস্রাবের ব্যথা কমাতে

ভিটামিন-কে ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে। এটি হরমোনের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে, ঋতুস্রাবের ব্যথা কমায়।


মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখে

ভিটামিন-কে মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখে। এই ভিটামিনের মধ্যে আছে প্রদাহরোধী উপাদান। এটি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে আলঝেইমার, পারকিনসন ইত্যাদি রোগ প্রতিরোধ করে।