এপ্লাস ছাড়া রিকশায় লই না

পাঁচমিশালী কৌতুক March 25, 2017 2,806
এপ্লাস ছাড়া রিকশায় লই না

সময়কাল ২০১৫ খ্রিষ্টাব্দ-


ছাত্র : ওই রিকশা, টিএসসি যাবে?


রিকশাওয়ালা : হ মামা, যামু। তয় একটা প্রশ্ন আছে।


ছাত্র : কী প্রশ্ন?


রিকশাওয়ালা : মামা আপনে কি ছাত্র?


ছাত্র : হুম। ক্যান?


রিকশাওয়ালা : আপনে কি এপ্লাস পাইছিলেন?


ছাত্র : এসএসসিতে পাইছিলাম, কিন্তু এইচএসসিতে পাই নাই।


রিকশাওয়ালা : ধুর মিয়া, সাইড লন। এপ্লাস পান নাই, এপ্লাস ছাড়া আমি আমার রিকশায় লই না!