কারো মুখে ব্যাচেলর কিংবা বিবাহিত লেখা থাকে না। তাই বেশ কষ্টসাধ্য কাজ ব্যাচেলর ও বিবাহিত চেনা। তবে ব্যাচেলর ও বিবাহিতদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে, যার জন্য খুব সহজে চিনে ফেলবেন তাদের। প্রিয় পাঠক,আসুন কাল্পনিক টিপসের মাধ্যমে জেনে নিই সেই পার্থক্যগুলো কী!
১. ব্যাচেলরদের জানালা সব সময় খোলা থাকে। অপর দিকে বিবাহিতদের জানালা বন্ধ থাকে। কেন সেটা একমাত্র তারাই জানে।
২. বিবাহিতদের বারান্দায় প্রায় সময় বড়দের কাপড় থেকে শুরু করে ছোটদের কাপড়চোপড় ঝুলতে দেখা যায়। অপর দিকে ব্যাচেলরদের কাপড় ঝুলতে দেখা তো দূরের কথা, বেশির ভাগ সময় তাদের বারান্দায় বের হতে নিষেধ করে দেয় বাড়িওয়ালা।
৩. ব্যাচেলরদের বাসায় আর কোনো তরকারি থাকুক আর না থাকুক, ডিম ভুনা আর ডাল থাকবেই। তাদের রান্নাঘর থেকে এই দুটি জিনিসের গন্ধই বেশির ভাগ সময় পাবেন। বিবাহিতদের নির্দিষ্ট কোনো ম্যানু নেই। একেকদিন একেক খাবার।
৪. ব্যাচেলর ছেলেরা কাজের বুয়ার সঙ্গে জোরে কথা বলতে ভয় পায়, যদি কাজ ছেড়ে চলে যায় এই ভয়ে। অপর দিকে বিবাহিত ছেলেরা নিজের স্ত্রীর সঙ্গে জোরে কথা বলতে ভয় পায়, যদি ছেড়ে যায় এই ভয়ে।