প্রতিবারই তো করি, কিন্তু...

পাঁচমিশালী কৌতুক March 22, 2017 1,294
প্রতিবারই তো করি, কিন্তু...

ট্রেন থেকে নেমেই শাহজাহান সাহেব ওয়াক ওয়াক বমি করতে শুরু করলেন। স্টেশনের স্টাফ, পুলিশ ও অন্যান্য যাত্রীরা ছুটে এসে ধরল তাকে


জনৈক যাত্রী : কী হয়েছে ভাই! অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন?


শাহজাহান : না, ভাই! ট্রেনে চড়লে এমন হয় আমার। মানে উল্টো দিকের সিটে বসলে মাথা চক্কর দেয় ভীষণ।


ট্রেনের টিটি : আরে ভাই, আপনার উল্টো দিকের যাত্রীকে সমস্যাটার কথা বলে সিটটা পাল্টে নিলেই তো হয়!


শাহজাহান : প্রতিবারই তো তা করি। কিন্তু এবার...


পুলিশ : এবার কী হয়েছে?


শাহজাহান : মানে আজকে উল্টো দিকের সিটে কেউ ছিল না। তাই...


ওয়াক! ওয়াক... আবার বমি শুরু করলেন শাহজাহান