চুলে বেণির কারুকাজ!

সাজগোজ টিপস March 21, 2017 2,263
চুলে বেণির কারুকাজ!



কিশোরীদের চুল বলে কথা। উচ্ছল, বাধাহীন। একদম পরিপাটি করে বেঁধে রাখাটাও যেন তাদের ধাতে নেই। একটু অগোছালো ভাব, হালকা পরিপাটি করে আটকানোটাই যেন স্টাইল। বেণি এ বছর খুব চলবে। পারসোনার পরিচালক নুজহাত খান জানালেন, চুল বেণিতে বাঁধার এই ধারা এ বছর খুব চলবে। বিভিন্নভাবে বেণি বাঁধা হবে। বেণি করার পর সেটাকে একটু ফুলিয়ে দিলে দেখতে ভালো লাগবে। চুল খোলা, খোঁপা সবকিছুর সঙ্গেই বেণি করার চল দেখা যাবে। খুব সহজে তাড়াতাড়ি করা করা যাবে এমনই তিনটি স্টাইল দেখানো হবে।


দাওয়াত বা বন্ধুদের সঙ্গে আড্ডায় চুলটাকে খোলা রাখার বাহানা দেওয়া যেতেই পারে। খোলা চুলেও বেণির ছোঁয়া রাখা যেতে পারে। এক পাশেই করা হয়েছে বেণিটা। বেণি করার পর একটু ফুলিয়ে দেওয়া হয়েছে।


স্কুল-কলেজে ঝুঁটি আদর্শ। একটু ভিন্নতা আনতে এই ঝুঁটির সঙ্গেই বেণি করে দিতে পারেন। ঝুঁটির সঙ্গে এক পাশ দিয়ে বেণি করা হয়েছে।


দুই ঝুঁটির মাঝেও বেণি করা হয়েছে। কপালের সামনে থেকে নিয়ে পেছন পর্যন্ত বেণি করা। এরপর ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে।