পাচনে সাহায্যকারী রস নিঃসরণে গোলমালের কারণে দেখা দেয় আলসারের সমস্যা। চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি এই সমস্যাকে এড়িয়ে চলেন তাহলে তা প্রাণঘাতী হতে পারে। অ্যালকোহলে অভ্যস্ত হওয়া, ধূমপান, অনিয়মিত ও ভাজাপোড়া খাওয়া, শারীরিক অসুস্থতা ও ওষুধের কারণে আলসারের সমস্যা হতে পারে। আলসার হলে অন্ত্র ও পাকস্থলির দেয়ালে ক্ষত সৃষ্টি হয়। কীভাবে বুঝবেন আপনার আলসার হয়েছে? আসুন জেনে নিউ কিছু উপসর্গ।
তলপেটে ব্যথা: পেপটিক আলসারে তলপেটে ব্যথা খুব সাধারণ ব্যাপার। অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে পেটে এই ব্যথা হয়।
বমি: পাচনে সাহায্যকারী রসের নানা হেরফেরের কারণে বমি হয়।
হঠাৎ ওজন কমে যাওয়া: আলসার হলে দিন-দিন ওজন কমতে থাকে। পাচনে গোলমালের কারণে এটা হয়।
রক্তবমি: আলসারের সমস্যায় রক্তবমি হতে পারে। যদি এমন হয় তাহলে বুঝবেন তা অনেক বেশি পর্যায়ে চলে গেছে।
ঢেকুর তোলা: ঢেকুর তোলার মানে মুখ দিয়ে পেটে জমে থাকা গ্যাস বের করা। শুধু এটি নয়, এর সঙ্গে অন্য লক্ষণগুলি মিলিয়ে দেখলে বুঝতে পারবেন আলসারের সমস্যা তৈরি হয়েছে।
পেট ফুলে যাওয়া: মাঝে মাঝে গ্যাসের কারণে পেট ফুলে থাকা এক জিনিস। তবে যদি নিয়মিত এই সমস্যা থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।
অরুচি: আলসারের সমস্যায় ভোগা মানুষদের ক্ষুধাবোধ কমে যায়।