যেভাবে বুঝবেন আলসার হয়েছে

সাস্থ্যকথা/হেলথ-টিপস March 13, 2017 735
যেভাবে বুঝবেন আলসার হয়েছে

পাচনে সাহায্যকারী রস নিঃসরণে গোলমালের কারণে দেখা দেয় আলসারের সমস্যা। চিকিৎসকেরা জানাচ্ছেন, যদি এই সমস্যাকে এড়িয়ে চলেন তাহলে তা প্রাণঘাতী হতে পারে। অ্যালকোহলে অভ্যস্ত হওয়া, ধূমপান, অনিয়মিত ও ভাজাপোড়া খাওয়া, শারীরিক অসুস্থতা ও ওষুধের কারণে আলসারের সমস্যা হতে পারে। আলসার হলে অন্ত্র ও পাকস্থলির দেয়ালে ক্ষত সৃষ্টি হয়। কীভাবে বুঝবেন আপনার আলসার হয়েছে? আসুন জেনে নিউ কিছু উপসর্গ।


তলপেটে ব্যথা: পেপটিক আলসারে তলপেটে ব্যথা খুব সাধারণ ব্যাপার। অ্যাসিড রিফ্ল্যাক্সের ফলে পেটে এই ব্যথা হয়।


বমি: পাচনে সাহায্যকারী রসের নানা হেরফেরের কারণে বমি হয়।


হঠাৎ ওজন কমে যাওয়া: আলসার হলে দিন-দিন ওজন কমতে থাকে। পাচনে গোলমালের কারণে এটা হয়।


রক্তবমি: আলসারের সমস্যায় রক্তবমি হতে পারে। যদি এমন হয় তাহলে বুঝবেন তা অনেক বেশি পর্যায়ে চলে গেছে।


ঢেকুর তোলা: ঢেকুর তোলার মানে মুখ দিয়ে পেটে জমে থাকা গ্যাস বের করা। শুধু এটি নয়, এর সঙ্গে অন্য লক্ষণগুলি মিলিয়ে দেখলে বুঝতে পারবেন আলসারের সমস্যা তৈরি হয়েছে।


পেট ফুলে যাওয়া: মাঝে মাঝে গ্যাসের কারণে পেট ফুলে থাকা এক জিনিস। তবে যদি নিয়মিত এই সমস্যা থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন।


অরুচি: আলসারের সমস্যায় ভোগা মানুষদের ক্ষুধাবোধ কমে যায়।