কিডনির সমস্যা যেকোনও বয়সের ব্যক্তির মধ্যেই হতে পারে। সঠিক সময়ে চিকিত্সা না করালে কিডনি খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ মানুষই জানেন না যে কিডনি ড্যামেজ হলে শরীরে কোন কোন লক্ষণগুলি দেখা দেয়।
লক্ষণগুলি জেনে রাখা খুবই জরুরি। তাহলে প্রথম থেকেই চিকিত্সা করানো সহজ হবে। এবং কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাও থাকবে না। কিডনির সমস্যা হলে কী কী লক্ষণ দেখা দেয়, সেগুলি জেনে নিন-
১) সারাক্ষণ ক্লান্তি ক্লান্তি ভাব।
২) গরম পরিবেশেও ঠাণ্ডা লাগবে।
৩) নিঃশ্বাসের সমস্যা।
৪) দূর্বলভাব অনুভব।
৫) পরিস্কারভাবে কোনও কিছু চিন্তা করায় সমস্যা।
৬) শরীরে অত্যধিক চুলকানি দেখা দেয়।
৭) হাত বা পায়ের পাতা, মুখ ফোলা।
৮) রাতে প্রস্রাবের আধিক্য ঘটে।
৯) জিভে স্বাদ চলে যায়।
১০) ফেনাযুক্ত, ব্রাউন, লাল কিংবা পার্পল রঙের প্রস্রাব দেখা দেয়।
১১) পেশীতে ক্র্যাম্প ধরা।
সূত্রঃ জিনিউজ