হট চকলেট অনেকেরই প্রিয়। তবে শুধু দোকানে নয়, এটি বাড়িতেও বানাতে পারেন। এটি তৈরি করতে মোটেও সময় লাগবে না,আর এতে ব্যবহৃত উপাদানগুলো এই শীতে আপনাকে যোগাবে বাড়তি উষ্ণতা।
▶যা যা লাগবে
দুধ ৩ কাপ
কোকো পাউডার ৫ চা চামচ
মধু বা চিনি ৩ চা চাম
ডিমের কুসুম ১টি
কফি ১/২ চা-চামচ (ঘুমাতে চাইলে না দেয়াই ভালো)
অথবা
দারুচিনি- ২ টুকরো
ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ (ইচ্ছা)
▶যেভাবে বানাবেন
দুধের মাঝে ডিমের কুসুম ও চিনি মিশিয়ে জ্বালে বসান।
দুধ ফুটে ঘন হয়ে উঠলে একটু খানি কাপে ঢেলে নিন ও তাতে চকলেট মিশিয়ে দিন।
মিশ্রণটি আবার পাত্রে ঢেলে দিন। ভালো করে নাড়ুন।
কফি/দারুচিনি ও ভ্যানিলা দিয়ে দিন।
গন্ধ ছড়ালে ওপরে ছড়িয়ে দিতে পারেন সামান্য একটু মাখন।
এবার পরিবেশন করুণ গরম গরম।
চাইলে একটু আদাও দিতে পারেন। আদা ও চকলেটের যুগলবন্দী অত্যন্ত চমৎকার লাগবে খেতে।