সব স্বামীই স্ত্রীর কথা শোনে

পাঁচমিশালী কৌতুক March 8, 2017 1,589
সব স্বামীই স্ত্রীর কথা শোনে

এক রাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বলে ফেললেন-


রানী : সব স্বামীরাই বউয়ের কথা শোনে।


রাজা রানীর কথায় একমত হলেন না। তখন তারা একে অপরের সঙ্গে তর্ক করতে শুরু করে দিল। একপর্যায়ে রাজা রানীকে বললেন-


রাজা : ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে, কে কার কথা শোনে।


পরদিন রাজ্যে ঘোষণা করা হল ‘সব বিবাহিত প্রজার জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন’। তখন সব বিবাহিত প্রজা হুড়োহুড়ি করে রাজপ্রাসাদের সামনে হাজির হলো।


রাজদরবারের সামনে দু’টি সাইনবোর্ড লাগানো হলো- এক. যারা বউয়ের কথা শোনে তাদের লাইন, দুই. যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন।


তখন সবাই ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাঁড়ালো। কিন্তু বল্টু বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাঁড়ালো।


রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন- যাক রাজ্যে এক বান্দা তো আছে যে বউয়ের কথা শোনে না। তখন রাজা কৌতুহলী হয়ে বল্টুকে জিজ্ঞেস করল-


রাজা : কি ব্যাপার, তুমি এই লাইনে এসে দাঁড়ালে কেন?


বল্টু : আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে নিষেধ করেছে!