চায়ে তাবিজ মিশিয়েছে

পাঁচমিশালী কৌতুক March 7, 2017 1,611
চায়ে তাবিজ মিশিয়েছে

একদিন বাবুল প্রচুর মদ খেয়ে এসে বউকে চা দিতে বলল। বউ চা দিতেই বউকে ধরে পেটাতে লাগল। প্রতিবেশীরা মারের আওয়াজ শুনে ছুটে এসে জিজ্ঞেস করল-


প্রতিবেশী : কি হয়েছে, বউকে মারছেন কেন?


বাবুল : এই বদমায়েশ নারী আমার চায়ে তাবিজ মিশিয়েছে আমাকে বস করবে বলে।


বউ : ওটা টি ব্যাগ ছিল!