গরমে যে খাবারগুলো অবশ্যই খাবেন

সাস্থ্যকথা/হেলথ-টিপস March 3, 2017 808
গরমে যে খাবারগুলো অবশ্যই খাবেন

বসন্তকাল চলছে। তবে গরমও পড়তে শুরু করেছে খানিকটা। এ সময় খাবারে সতর্কতা আনা প্রয়োজন। নয়তো শরীর পানিশূন্য হয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। এ সময়টায় যেসব খাবার শরীরের জন্য উপকারী, সেগুলোর কথা জানিয়ে নিচে দেওয়া হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।


১. ডাবের পানি

ডাবের পানির মধ্যে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রোলাইট। এটি শরীরকে আর্দ্র রাখতে কাজ করে। তাই গরমে শরীরকে আর্দ্র রাখতে প্রতিদিন এটি খেতে পারেন।


২. শসা

শসার মধ্যে রয়েছে পানি ও আঁশ। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। এটি কেবল শরীরকে ঠান্ডাই রাখে না, সতেজ অনুভূতিও দেয়।


৩. দই

প্রবোটাইটিকস খাদ্য হিসেবে দই চমৎকার। গরমে এই খাবার তাৎক্ষণিক শক্তি দেয়। তাই এটিও রাখতে পারেন আপনার দৈনন্দিন খাদ্যতালিকায়।


৪. পুদিনা

পুদিনার মধ্যে রয়েছে শরীর ঠান্ডা করার উপাদান। এটি শরীরকে সতেজ করে।


৫. লেবুপানি

খুব গরমে এক গ্লাস লেবুপানি আপনাকে প্রশান্তি দেবে। এটা স্বাস্থ্যকর, পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতেও কাজ করবে।


৬. তরমুজ

তরমুজ এমন একটি খাবার, এটি কেবল গরমে পাওয়া যায়। এটি শরীরকে ঠান্ডা রাখে। এর মধ্যে রয়েছে পানীয় উপাদান।


৭. হালকা খাবার খান

গরমে হালকা খাবার খাবেন। গরম ও ঝালযুক্ত খাবার পাকস্থলীর জ্বালাপোড়া বাড়ায়। তাই এ সময়টায় হালকা খাবার খাওয়াই ভালো। এ সময় সবুজ সবজি বেশি খান। এতে রয়েছে আঁশ। এটি শরীরকে সতেজ রাখতে সাহায্য করবে।