এই সৈকতটি দেখলে আবারো চোখ কচলাতে হবে! ভুল দেখছি না তো? কিন্তু ঘটনা সত্য। এটা সত্যিকারের সমুদ্র সৈতক। শুধু তাই নয়, এখানে মনে আনন্দে সাঁতারও কাটতে পারবেন।
ছবিতে বাস্তব জগতের কোনো স্থান বলে মনে হবে না। প্রকৃতির এই নান্দনিক রূপ প্রাণভরে দেখতে সোজা চলে যান ম্যাক্সিকোর ম্যারিয়েটা আইল্যান্ডস-এ। সেখানেই রয়েছে প্লায়া দেল আমোর নামের এই সৈকত।
এ সৈকতের অপার্থিব শুভ্র বালু তৈরি হয়েছে দ্বীপটির উপরিতলে এক গর্ত সৃষ্টির কারণে। এমন সৈকত সৃষ্টির মূল কারণ সম্পর্কে এখনো জানেন না বিজ্ঞানীরা।
তবে ভূতত্ত্ববিদদের মতে, ১৯০০ সালের দিকে ম্যাক্সিকান সেনাবাহিনী এ দ্বীপের চারপাশে টার্গেট প্র্যাকটিস করতো। তখনই হয়তো কোনো বিস্ফোরণের কারণে এমনটা হয়ে গেছে। আবার অনেকে মনে করেন, এটা প্রকৃতির খেয়াল।
এ সৈকতে যেতে পর্যটকদের পানির নিচের এক গলিপথে সাঁতার কাটতে হবে। মাত্র পাঁচ মিনিটের পথ। এরপরই সরাসরি স্বর্গে পৌঁছবেন আপনি।
পর্যটকদের জন্য দারুণ পরিবেশ বিরাজ করে জানায়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত। সেখানে তখন বসন্ত। সূত্র: বাজফিড