সাধারন জ্ঞানের আসর - ৮২তম পর্ব

সাধারণ জ্ঞান February 27, 2017 2,976
সাধারন জ্ঞানের আসর - ৮২তম পর্ব

➊ প্রথম বাংলাদেশি হিসেবে লর্ডসে টেস্ট সেঞ্চুরি করেন কে?

-তামিল ইকবাল


➋ কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে?

-সাপ


➌ কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়?

-গরান


➍ বছরের বৃহত্তম দিন কোনটি?

-২১ জুন


➎ মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন প্রচুর থাকে?

-ভিটামিন এ


➏ আমলকিতে কোন ধরনের এসিড থাকে?

-অক্সালিক এসিড


➐ কোথায় সাঁতার কাটা সহজ?

-সমুদ্রে


➑ কোন দুটি রং মিলে বেগুনী রং হয়?

-লাল ও নীল


➒ কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?

-উটকে


➓ সবচেয়ে কঠিন পদার্থের নাম কি?

-হীরা


সূত্রঃ ইন্টারনেট