দশম শ্রেণীর পড়াশোনা!

অনলাইনে পড়াশোনা February 27, 2017 2,725
দশম শ্রেণীর পড়াশোনা!

ব্যবসায় পরিচিতি


১) কিসে মাধ্যমে পণ্য ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছানো হয়?


- বাজারজাতকরণ।


২) পণ্য ক্রয়-বিক্রয়ের কাজকে কী বলে? - বাজারজাতকরণ।


৩) বাজারজাতকরণের কার্যাবলি কয়টি? -৮টি।


৪) বাজারজাতকরণের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ কী? -ক্রয় ও বিক্রয়।


৫) পণ্যের স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি হয় কিসে?


- পরিবহন ও গুদামজাতকরণে।


৬) কোন পণ্যের ক্ষেত্রে গুদামজাতকরণের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ? - কৃষিপণ্যের।


৭) পণ্যদ্রব্যের গুণাগুণ, রঙ, আকার প্রভৃতির ওপর ভিত্তি করে পণ্যের মান নির্ধারণ করাকে কী বলে?


- প্রমিতকরণ।


৮) পণ্যদ্রব্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তকরণকে কী বলে? - পর্যায়িতকরণ।


৯) বিক্রয় সুবিধার জন্য কী অত্যাবশ্যক? - মোড়কীকরণ।


১০) পণ্য নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য কী করা হয়?


- মোড়কীকরণ।


১১) বাজারজাতকরণের প্রয়োজনীয়তা কয়টি? - ৭টি।


১২) বাজারজাতকরণ পণ্যের কয় ধরনের উপযোগ সৃষ্টি করে?


- ৩ ধরনের।


১৩) বাজারজাতকরণ পণ্যের কী সৃষ্টি করে? - পণ্যের চাহিদা ও বাজার।


১৪) চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে কিসে?- বাজারজাতকরণ।


১৫) বাজারজাতকরণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কী করে?


- সাহায্য করে।


১৬) তামাক, চা ও আম কোন জেলায় ভালো হয়?


- রংপুর, সিলেট ও রাজশাহী।


১৭) কৃষিপণ্য ও শিল্পজাতপণ্য বাজারজাতকরণের পদ্ধতি কয়টি?


- ৬টি ও ৪টি।


১৮) কোন বাজারে স্থানীয় পাইকার, দালাল ও ফড়িয়াদের অস্তিত্ব বিপুল সংখ্যায় পরিলক্ষিত হয়?


- কাঁচাপাটের বাজারে।


১৯) কোন সংস্থা প্রচুর কাঁচাপাট সংগ্রহ করে এবং বিদেশে রফতানি করে?


- বাংলাদেশ পাট রফতানি সংস্থা।


২০) ক্রয়-বিক্রয়ের জন্য কোথায় একটি নিলাম বাজার রয়েছে? - চট্টগ্রামে।


কৃষিশিক্ষা


২১) একজোড়া ইঁদুর বছরে গড়ে কয়টি বাচ্চা দিতে পারে ? - ৮০০ - ১০০০ টি।


২২) পর্যায়ক্রমে চাষ পোকামাকড়ের কোন ধরনের দমন পদ্ধতি? - আধুনিক চাষাবাদ পদ্ধতি।


২৩) ধানের কোন জাতটি মাজরা পোকা প্রতিরোধ করতে সক্ষম? - চান্দিনা।


২৪) ইঁদুর দমনে কোন রাসায়নিক দ্রব্য ব্যবহূত হয়?


- জিঙ্ক ফসফাইড।


২৫) ইঁদুরের উপস্থিতির লক্ষণ কী ভাবে বুঝা যায়?


- ইঁদুরের মাটি দেখে।


২৬) কী পরিমাণ বিষাক্ত দ্রব্য ইঁদুরের চলার পথে রাখলে ইঁদুর খেয়ে মারা যায়? - ১০ গ্রাম।


২৭) ইঁদুর মারার উলেখযোগ্য ওষুধ কোনটি?


- ল্যানিরেট।


২৮) উফশী কী? - উচ্চ ফলনশীল।


২৯) উফশী জাতের ধানের পাতা কেমন?


- পুরু ও ঘন সবুজ।