ভারতের বেঙালুরু চিত্রদুর্গ জেলায় থিমাপ্পা (৬৫) নামে এক ছেলে কাস্তে দিয়ে নিজের মায়ের মুণ্ডু কেটে নিল। বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঈশ্বরের নির্দেশেই নাকি সে এই কাজ করেছে এমন তথ্য পুলিশকে জানান ছেলেটি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে কাটা মাথা নিয়েই শেষকৃত্যের আয়োজন করেন থিমাপ্পা। প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দেখেই ঘরের দরজা বন্ধ করে দেন থিমাপ্পা। দরজা ভেঙে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘরেই মায়ের মরা দেহের পাশে রাখা ছিল কাটা মাথাটি।
পুলিশ খুনের কারণ জানতে চাইলে থিমাপ্পা জানা, ঈশ্বরের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। বুধবার রাতে ঈশ্বর স্বপ্নাদেশে তাকে এই কাজ করতে বলেছিল। ৬৫ বছরের থিমাপ্পার মায়ের সঙ্গেই থাকতেন। গ্রামে একটি দোকান আছে তার। বিয়ের এক বছর মধ্যেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার।
থিমাপ্পানের আরো ভাই-বোন গ্রামে থাকলেও থিমাপ্পা ও তার মায়ের খোঁজ নিতেন না তারা।
প্রতিবেশীরা জানান, প্রায়ই মায়ের সঙ্গে ঝগড়া হতো থিমাপ্পার। অশান্তি চরমে ওঠায় এই খুন বলে দাবি তাদের।