প্রশ্ন : দাড়ি না রাখা কি হারাম?
উত্তর : দাড়ি না রাখা তো হারাম। সুতরাং যদি কোনো হারাম কাজ কেউ করে থাকেন, তিনি যে গুনাহগার হবেন, সেই গুনাহ দাড়ি না রাখলেও হবে। দাড়ি না রাখাটা ইসলামী শরিয়তের মধ্যে হারাম কাজ। দাড়ি হলক করা (কাটা) জায়েজ নেই।
সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন